ব্যাংকিং কি মক্কেল এবং ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কার্যাবলীতে ব্যাংকিং বলে
তারুণ্য কি তারল্য বলতে চাইবা মাত্র নগদ অর্থ পরিষদের ক্ষমতাকে বোঝায়।
বিল বাট্টা করন কি সুদ বা চার্জ দিয়ে বিলের বিপরীতে ব্যাংক থেকে নগদ অর্থ সংগ্রহ করার কৌশলকেই ব্যাংকিং এর ভাষায় বিনিময় বিল বাট্টা করন বলে
নগদ প্রবাহ বিবরণী কি কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় নগদ অর্থের আগমন এবং বহির্গমন প্রদর্শনকারী বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়ে থাকে।
ব্যাংকের গ্রাহক কারা যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে এবং নিরবিচ্ছিন্ন সম্পর্কের মাধ্যমে ব্যাংকিং সেবা সমূহ গ্রহণ করে থাকে তাদেরকে ব্যাংকের গ্রাহক বলা হয়।
নিকাশ ঘর কি যে মধ্যস্থ কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক সমূহের পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করা হয় তাকে নিকাশ ঘর বলে
বিশেষায়িত ব্যাংক কি বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত যেসব আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে
জমাতিরিক্ত ঋণ কি ব্যাংক গ্রাহকের চলতি হিসেবে জমাকৃত টাকার অতিরিক্ত যে অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
SWIFT এর পূর্ণরূপ লিখ the society for worldwide Interbank Financial Telecommunication.
নগদ ঋন কী ব্যাংক তার মক্কেল কে চলতি হিসাব এর বিপরীতে জামানত সাপেক্ষে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে।
বিধিবদ্ধ রিজার্ভ কী প্রাথমিক সঞ্চিতি বা রিজার্ভের যে অংশ বাধ্যতামূলকভাবে প্রতিটি ব্যাংকের নিকট জমা রাখতে হয় তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলে।
আশা করি সকলের কাজে আসবে ধন্যবাদ সবাইকে
Tags:
Hon's4th year mgt Short question, Hons part 4
Post Creator
Post By: TanvirAhmedPosition: Moderator About: Share Everything. 🤗